Advertisement

Saif Ali Khan: বাড়ির মধ্যেই সইফ আলি খানকে ছুরির কোপ, লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা

অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা। ঘরের ভিতরে ঢুকে অভিনেতাকে ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাত ২ টোর সময় ঘরে ঢুকে সইফ আলি খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতী। লীলাবতী হাসপাতালের সিওও ডাক্তার নীরজ উত্তামনি জানিয়েছেন,বান্দ্রায় নিজের বাড়িতে রাত ২টো নাগাদ হামলার শিকার হয়েছেন সইফ। ভোর সাড়ে ৩টেয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সইফকে মোট ৬ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে। এর মধ্যে দুবার শরীরের গভীরে কোপানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সইফের মেরুদণ্ডের একেবারে কাছে রয়েছে, সেখানে গভীর ক্ষত। তাঁকে নিউরো সার্জেন ও কসমেটিক সার্জেন অপারেশন করছেন।

Advertisement
POST A COMMENT