Advertisement

Delhi Crime: মুখ ঢেকে দিল্লির এক পেট্রোল পাম্পে লুট ৬ দুষ্কৃতির, গুলি

ফের অপরাধের খবর দিল্লিতে। এবার পেট্রোল পাম্পে দুষ্কৃতি হানা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুষ্কৃতিদের তাণ্ডব। দিল্লির মুন্ডকা থানা এলাকার ঘেভরার এক পেট্রোল পাম্পে হানা দেয় দুষ্কৃতিরা। সিসিটিভিতে দেখা যায় দুটি বাইকে ছয়জন দুষ্কৃতি এসে পেট্রোল পাম্পে হামলা করে। দুই রাউন্ড গুলিও ছোড়ে তারা। লুট করে পালায় তারা।

Advertisement
POST A COMMENT