Advertisement

Fake CBI Officer: ভুয়ো CBI অফিসার সেজে পুরো স্পেশাল 26, শেষ রক্ষা না হওয়ায় গ্রেপ্তার 3

স্পেশাল ২৬ সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। ভুয়ো সিবিআই অফিসার সেজে একের পর এক জায়গায় রেড করে লুঠপাট চালাত একটি গ্যাং। আর আসল সিবিআই অফিসার পৌঁছনোর আগেই ঘটে যেত একের পর এক লুঠ। এবার সেলুলয়েডের সেই ঘটনাই নেমে এল বাস্তবে। ভুয়ো সিবিআই-এর স্পেশাল অফিসার সেজে একটি দল লুঠপাট চালাত। হুমকি ও ভয় দেখিয়েও চলত লুঠপাট। অবশেষ পুলিশষের জালে ধরা পড়ে গিয়েছে এই চক্রের সঙ্গে জড়িত পাঁচ জনের মধ্যে তিনজন। বাকি দুজনের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। জানা গিয়েছে পাটনার এসকে পুরী থানা এলাকায় একটি লুঠপাটের ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Fake CBI special officer gang loots in patna

Advertisement