Advertisement

Fake Note Recover: ভোটের মাঝেই বাংলায় উদ্ধার বিপুল টাকার জাল নোট -সোনার বিস্কুট

বসিরহাটে লোকসভার শেষ দফা ভোটের আগের রাতে অর্থাৎ ৩১ মে সেখান থেকে উদ্ধার জালনোটের পাহাড়। পুলিশের একটি সূত্রের দাবি, প্রায় ২২ লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয়েছে। বসিরহাট থানার কাছেই একটি আবাসন থেকে ওই নোট উদ্ধার হয়েছে বলে খবর। কোথা থেকে এল এত জালনোট, এছাড়া ১০ পিস সোনার বিস্কুটও উদ্ধার হয়েছে। আটজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে কি ভিন রাজ্যের কোনও যোগ রয়েছে? তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
POST A COMMENT