Advertisement

Ganja Chocolate: গাঁজা মেশানো চকলেট বিক্রি হচ্ছিল, অবশেষে পুলিশের জালে এক ব্যক্তি

মঙ্গলবার তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার নরসিঙ্গি থানা এলাকায় "গাঁজা চকলেট" এর চল্লিশ প্যাকেট আটক করা হয়েছে। ওড়িশার বাসিন্দা সোম্য রাজন নামে এক ব্যক্তিকে কোকাপেট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজন, চাকরির জন্য ওড়িশা থেকে হায়দরাবাদে এসেছিলেন। তার বিরুদ্ধে গাঁজা মেশানো চকলেট টফি বিক্রি করার অভিযোগ রয়েছে। একটি অনুষ্ঠানে বিক্রি করার সময় তার কাছ থেকে ৪০ প্যাকেট মাদকের টফি আটক করা হয়।

Advertisement
POST A COMMENT