Advertisement

Garia Firearms Recovered: গড়িয়ায় আশুতোষ কলেজের ছাত্রের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র-বোমা তৈরির রসদ

ভোটের মুখে গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ১টি ওয়ান সাটার, ২টি ৭ এমএম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি, ২৫ বান্ডিল বোমার সুতলি উদ্ধার হয়েছে। ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ দু'জন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র আশুতোষ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ত। একজন বিজয় হালদার ওরফে ভুতম ও হিরন্ময় নস্কর ওরফে রানা। জানা যায়, বিজয় দাগী আসামী। তার বিরুদ্ধে আগে খুনের মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হিরন্ময়ের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।

Advertisement
POST A COMMENT