Advertisement

Malda Crime News: মালদায় ট্রেন থেকে ২ কোটি টাকার বেশি ব্রাউন সুগার উদ্ধার, কোথায় পাচার হচ্ছিল?

মালদায় উদ্ধার ব্রাউন সুগার। ব্ল্যাঙ্কেটে মাদক পাচার হচ্ছিল। কলকাতা এস টি এফ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় চার কেজি ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি।

Advertisement
POST A COMMENT