Advertisement

VIDEO: কানে হেডফোন-মুখে মাস্ক, বেলুড় স্টেশনের সামনে ঝুলন্ত দেহ

মুখে লাগানো মাস্ক, কানে রয়েছে হেডফোন। রেল লাইনের ধারে গাছ ঝুলছে দেহ। বুধবার সকালে বেলুড় স্টেশনের পাশে বারো নম্বর রেলগেটের পাশে এমনই দৃশ্য দেখা গেল। যে দেখে হতবাক হয়ে যান পথচলতি সকলে।  দেহটিকে ঝুলতে দেখে প্রথমে স্থানীয়রা পুলিশে খবর দেয়।   নিশিন্দা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। 

Advertisement