scorecardresearch
 
Advertisement

VIDEO: বাঁকুড়ায় ৪০০ বছরের পুরনো সাক্ষী গোপাল মন্দিরে দুঃসাহসিক চুরি

VIDEO: বাঁকুড়ায় ৪০০ বছরের পুরনো সাক্ষী গোপাল মন্দিরে দুঃসাহসিক চুরি

বিষ্ণুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাক্ষী গোপাল পাড়ায় মল্ল রাজা বীর হাম্বীর আমলে তৈরি প্রাচীন সাক্ষী গোপাল মন্দিরের ভেতরে রয়েছে রাধামাধবের মূর্তি। এই মূর্তিগুলি সাজানো ছিল সোনার গয়না দিয়ে। রাধার পায়ে ছিল তৎকালীন মল্ল রাজা বীর হাম্বীর দেওয়া নুপুর, মাধবের পায়ের তলায় ছিল সোনার তৈরি বাঁশি। মন্দিরের ভেতরে ছিল প্রণামী বাক্স। এই সবকিছু রাতের অন্ধকারে কেউ বা কারা মন্দিরের গেটের তালা ভেঙে নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালে মন্দিরের সেবায়িতের নজরে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকাতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ।

Horrible theft incident occurred in a Sakshi Gopal Temple at Bankura

Advertisement