উত্তর প্রদেশের শামলি জেলায় স্ত্রী ও দুই নাবালিকা কন্যাকে হত্যা করে মৃতদেহ বাড়ির উঠোনে কবর দিল স্বানী। পুলিশ জানাল, বোরখা পরা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। তার জেরেই এই হত্যা।