Advertisement

Cannabis Seized: কোলাঘাটে নাকা চেকিংয়ে সময় উদ্ধার ৩০০ কেজির বেশি গাঁজা, গ্রেফতার ১

কোলাঘাটের বিট হাউস থানার নাকা চেকিং এর সময় উদ্ধার প্রায় ৩০০ কিলো বেশি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ডস্টোরেজ মোড়ে একটি পিকআপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। সেই সময় বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করে। গাড়িসহ ডাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বিট হাউস থানাতে। ইতিমধ্যেই ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে গ্রেফতার হওয়া গাড়ির চালকের নাম মিলন মাইতি, বাড়ি ময়নায়।

Advertisement
POST A COMMENT