Advertisement

Haridevpur Murder: পুজোর আগে বিষাদের ঘটনা হরিদেবপুরে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

দুর্গাপুজোর আবহে বড় অপরাধের ঘটনা ঘটল কলকাতায়। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। স্ত্রীর নাম কৃষ্ণা দে। বয়স একুশ। স্বামীর নাম শুভেন্দু দাস। বয়স বত্রিশ বছর। হরিদেবপুরের সোদপুর থানার ডলি ভিলা এলাকার ঘটনা। শুভেন্দু ও কৃষ্ণার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা কিছুদিন আগে রেজিস্ট্রি করে বিয়ে করে। তবে কয়েকদিন ধরেই তাঁদের সম্পর্কে ফাটল ধরেছিল। বনি বনা হচ্ছিল না দুজনের মধ্যে বলে দাবি পরিবারের সদস্যদের। কৃষ্ণা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়েতে মত ছিল না কৃষ্ণার পরিবারের। মদ খেয়ে মাঝে মাঝেই অশান্তি করত পেশায় অটোচালক শুভেন্দু। হরিদেবপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল ওই অশান্তির। কিন্তু রবিবার রাতে সব অশান্তি বাঁধ ভাঙে। রাত ১০টা নাগাদ শুভেন্দু মদ্যপ অবস্থায় কৃষ্ণার বাড়িতে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই কৃষ্ণাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে সে।

Advertisement
POST A COMMENT