scorecardresearch
 
Advertisement

RG Kar Murder Case: নির্যাতিতার ঘাট সার্টিফিকেটে পুলিশের সই? bangla.aajtak.in-এ শুনুন সত্যিটা

RG Kar Murder Case: নির্যাতিতার ঘাট সার্টিফিকেটে পুলিশের সই? bangla.aajtak.in-এ শুনুন সত্যিটা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College) তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এখনও পর্যন্ত এই মামলায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকেই গ্রেফতার করা হয়েছে। যদিও সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই এখনও পর্যন্ত নতুন করে কাউকে গ্রেফতার করেনি। এহেন যাবতীয় ঘটনাক্রমের মধ্যেই নতুন করে বিতর্ক দানা বাঁধল ভাইরাল হওয়া একটি বার্নিং সার্টিফিকেট নিয়ে। গত কয়েকদিন ধরেই একটি বার্নিং সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেই ঘাট সার্টিফিকেটে সঞ্জীব মুখোপাধ্যায় নামে একজনের স্বাক্ষর (সংবাদদাতার নাম) রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, এই সঞ্জীব মুখোপাধ্যায় পুলিশকর্মী। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় আরজি কর ফাঁড়ির ওসি পদে ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায়। অভিযোগ, তিনিই সই করেছিলেন। bangla.ajtak.in এরপর কথা বলেছিল সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র সঞ্জীব সমস্ত অভিযোগ ও গুজব নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন। শুনে নিন তাঁর বক্তব্য।

Advertisement