যত দিন যাচ্ছে কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের কুকীর্তি প্রকাশ্যে চলে আসছে। এবার ওই আইন কলেজের এক ছাত্র অভিযোগ করলেন, তাঁর বিরুদ্ধে যে আওয়াজ তুলত তাকেই মারধর করা হত। চলত মানসিক নির্যাতনও। মনোজিৎ জেলে থাকলেও তিনি ভয়ে। পরিচয় প্রকাশ না করেই সব ফাঁস করে দিলেন। দেখুন সেই ভিডিও।