Advertisement

Kumortuli Ghat Mysterious Body Rescue: ব্যাগভর্তি টুকরো দেহ যখন গঙ্গায় ফেলছিল ওরা, কুমোরটুলির ঘাটে কী ঘটেছে?

কলকাতার কুমোরটুলি ঘাটে হাড় হিম ঘটনা সাতসকালে। ট্রলিতে করে গঙ্গায় দেহ ভাসাতে এসে ধরা পড়লেন দুই মহিলা। জানা যাচ্ছে, এদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ একটি ট্রলি ব্যাগ নিয়ে দুই মহিলা ঘাটে আসেন। ব্যাগটি ভাসানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাগ খুলে দেখা যায় তাতে রয়েছে এক মহিলার রক্তাক্ত দেহ।

Advertisement
POST A COMMENT