Advertisement

RG Kar Murder Case: 'জুনিয়ার ডাক্তাররা কিছু তথ্য দিয়েছেন,' হঠাত্‍ CBI অফিসে কুণাল, কী বললেন? দেখুন

এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকগের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি বলেন, 'সেই ধর্ষক নাকি আরও কেউ আছে সেটা রিম্যান্ডের সময় জানা যাবে। সর্বোচ্চ ২৩ তারিখের সময়সীমায় তাঁরা(সিবিআই) রিম্যান্ডে পেশ করবেন। রবিবার হলে ভাল হত। তবে সিবিআই অফিসাররা চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআইকে হ্যান্ডওভার করবেন। সিবিআই সবরকম চেষ্টা করছে। জুনিয়র চিকিৎসকরা আমাকে বলেছিলেন তদন্তকারীদের কিছু তথ্য তুলে দিতে।'

Advertisement
POST A COMMENT