Advertisement

Madhyamgram Murder Case Reconstruction: মধ্যমগ্রামে মা-মেয়ে দেখাল, পুকুরে কোথায় দেহ পিস করে বঁটি ফেলেছিল, দেখুন

কুমোরটুলি ঘাটে ব্যাগবন্দি পিসি শাশুড়ির দেহ ফেলতি গিয়ে সম্প্রতি মা-মেয়ে গ্রেফতার হয়। এদিন মধ্যমগ্রামে তাদের ভাড়াবাড়িতে নিয়ে এসে ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ। অভিযুক্ত ফাল্গুনী ও আরতি ঘোষ জানিয়েছিল যে, পুকুরে খুন ও দেহ লোপাটে ব্যবহৃত অস্ত্র ফেলা হয়েছে। সেই মতো জলে ডুবুরি নামানো হয়। উঠে আসে হাতুড়ি, বঁটি. কাটারি। পুরো বিষয়টি দেখে এখনও হতবাক প্রতিবেশীরা। আবার এই সবকিছুর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আরতি ঘোষ। দেখুন ঘটনার পুনর্নিমাণের বিভিন্ন মুহূর্ত।

Advertisement
POST A COMMENT