Advertisement

Maharastra Luxury Car Driver Assaults Cab Driver: আছাড় মেরে ট্যাক্সি ড্রাইভারের মাথা ফাটিয়ে দিল চালক, কী কারণে? দেখুন CCTV ফুটেজ

মহারাষ্ট্রের ঘাটকোপারে এক ক্যাব চালককে মারধরের অভিযোগে পার্কসাইট পুলিশ ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। অভিযোগ, ওই ২ ব্যক্তির দামি অডি গাড়িতে পিছন থেকে ওই ক্যাব এসে ধাক্কা মারে। এরপরেই রেগে গিয়ে অডি গাড়ির চালক ক্যাবচালককে মারধর করেন। সিসিটিভি ফুটেজে তাঁকে ক্যাব ড্রাইভারকে আছাড় মেরে ফেলতে দেখা যাচ্ছে। ক্যাব চালক কাইমুদ্দিন মাইনুদ্দিন কুরেশির(২৪) অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী চালক গোভান্দির বাসিন্দা। এই ঘটনায় গুরুতর জখম হন তিনি। এর পরে তাঁকে নিরাপত্তারক্ষীরা রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর মাথায় গুরুতর আঘাত থাকায় তাঁকে জেজে হাসপাতালে ভর্তি করা হয়। পার্কসাইট পুলিশ গাড়ি মালিক ঋষভ চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
POST A COMMENT