Advertisement

Mamata Banerjee on Bhawanipur Murder: ভবানীপুরের ব্যবসায়ী খুন নিমতায়, মৃতের বাড়িতে মমতা

নিমতায় ভবানীপুরের ব্যবসায়ীকে নির্মম খুনের ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়ির কর্মসূচি কাঁটছাট করে কলকাতা আসেন। তারপরই ব্যবসায়ী ভবিয়া লখানির পরিবারের সঙ্গে দেখা করতে যান। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বেশ কিছুক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানান, "আমি খুব দুঃখিত। যিনি মারা গেছেন তিনি সাদাসিধে মানুষ ছিলেন। মেডিসিনের ব্যবসা করতেন। তাঁর সহ ব্যবসায়ী ডেকে নিয়ে যায়। তারপর তাঁকে নির্মমভাবে হত্যা করে। আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এরা ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। বিনীত গোয়েল বিষয়টি দেখছে।"

Advertisement
POST A COMMENT