Advertisement

RG Kar Suvendu Adhikari: 'সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি আইনজীবীকে দাঁড় করিয়েছেন,' আরজি কর মামলা নিয়ে শুভেন্দু অধিকারী যা বললেন...

আরজি কর মামলা সুপ্রিম কোর্টে। এমনই প্রেক্ষাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'যে মুখ্যমন্ত্রী মিছিল করছেন, তিনিই সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি আইনজীবীকে আজ দাঁড় করিয়েছেন... আপনি আজও ডাক্তার বোনটির আত্মাকে শান্তি দিতে পারলেন না... আজও কয়েক লক্ষ টাকা ফি নেয় এমন আইনজীবীকে আনলেন, যাতে আপনার পছন্দের বিনীত গোয়েল, সন্দীপ ঘোষরা অক্ষত থাকে।'

Advertisement
POST A COMMENT