Advertisement

Nadia Crime News: হঠাৎ STF-এর হানা, 2 কোটির মাদক উদ্ধার

শনিবার রাতে নদিয়ার কালিগঞ্জ থানার পলাশী অঞ্চলে বেঙ্গল STF- এর হাতে ধৃত মাদক ব্যবসার চাঁই। ধৃতের নাম গৌতম সরকার ওরফে বুদ্ধ। গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। তার নাম নারায়ণ রায়। বাজেয়াপ্ত হয়েছে, দুই কোটি মূল্যেরও বেশি মাদক। দুই সপ্তাহ আগেই বহরমপুর বাসস্ট্যান্ডে পাঁচ কোটি টাকা মূল্যের মাদক-সহ ঝাড়খণ্ডের দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মিলল শনিবারের এই সাফল্য। কালিগঞ্জ থানায় FIR দায়ের করেছে STF. NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের কৃষ্ণনগর আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

Nadia Crime News

TAGS:
Advertisement