scorecardresearch
 
Advertisement

Online Bank Fraud: অভাবনীয় ব্যাংক জালিয়াতি, FD অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা !

Online Bank Fraud: অভাবনীয় ব্যাংক জালিয়াতি, FD অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা !

অভাবনীয় ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটল চন্দননগর স্টেট ব্যাংকে। রহস্যজনক ভাবে উধাও গ্রাহকের ফিক্সড  ডিপোজিটের প্রায় আড়াই লাখ টাকা। এতদিন সেভিংস একাউন্ট বা এটিএম থেকে বিভিন্ন কায়দায় টাকা গায়েব করত হ্যাকাররা। এবার রহস্যজনক ভাবে গ্রাহকের ফিক্সড  ডিপোজিটের টাকা উধাও হয়ে গেল।মেয়ের বিয়ের জন্য কিছু টাকা চন্দননগর বড়বাজার এস বি আই ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিট করেছিলেন বিদ্যাসাগর পল্লির বাসিন্দা শ্যামল কৃষ্ণ ঘোষাল। ২৩ ডিসেম্বর সার্টিফিকেট ম্যাচিওর হয়ে যাওয়ায় স্ত্রী বিশাখাকে নিয়ে ব্যাংকে যান শ্যামল বাবু। কিন্তু ব্যাংক থেকে জানানো হয় প্রায় আড়াই লাখ টাকা লোন নেওয়া হয়েছে। এই শুনে হতভম্ব হয়ে যান ওই দম্পতি। ভেঙে পড়েন কান্নায়। আপাতত পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। আদৌ কোনো সুরাহা হবে কিনা তা নিয়ে চিন্তায় পরিবার।

2.5 lakh rupees was stolen from Chandannagar SBI bank

Advertisement