এবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এলাকায় বড়োসড়ো বেআইনি কল সেন্টারের হদিস পেল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই কল সেন্টারে হানা দেয় চারু মার্কেট থানার পুলিশ বাহিনী। প্রায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের মধ্যে দুজন নাবালক এবং তিনজন মহিলা কর্মচারীও ছিল বলে সূত্রের খবর।
Police arrested 12 person from a illegal call centre at Rabindra Sarovar