গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সুতি থানার হাসানপুরে নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট(লাল রঙের) সহ পুলিশ এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর , ধৃতের নাম মহম্মদ সোহেল। বাড়ি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চর হাসানপুরে। মাদক দ্রব্য পাচার এবং অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ বহরমপুরে মাদক সংক্রান্ত আদালতে তোলা হবে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।