Advertisement

Kultali Saddam Sardar: আলাঘর থেকে ধরা পড়ল কুলতলির সাদ্দাম, গ্রেফতার আশ্রয়দাতা CPM নেতাও

পুলিশের হাত থেকে বাঁচল না কুলতুলির সাদ্দাম সর্দার। কুলতলির ঝুপড়িঝাড়ার বানীরধল এলাকা থেকে গ্রেফতার হন কুলতলিকাণ্ডের মূল অভিযুক্ত। বুধবার গভীর রাতে মাছের ভেড়ি থেকে গ্রেফতার হয় সে। পুলিশ জানিয়েছে সোমবার থেকে সাদ্দামের খোঁজ চলছিল। তবে বেশিদূর নয়, বাড়ির কাছে একটি মাছের ভেড়ির চালাঘরে লুকিয়ে ছিল সে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে পুলিশ। এখানেই লুকিয়ে ছিল নকল সোনা কারবারের মাথা সাদ্দাম। সে সময়ে ঘুমোচ্ছিল সাদ্দাম। পুলিশকে দেখে ফের পালানোর চেষ্টা করলে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পাশাপাশি ওই ভেড়িতে সাদ্দামকে আশ্রয় দেওয়া মান্নান খানকেও গ্রেফতার করে পুলিশ।

Advertisement
POST A COMMENT