আমবাগানের মধ্যে বাঁশের ঝাড়ে ১৭ টি তাজা বোমা উদ্ধার। গ্রেফতার এক জন। ধৃতের নাম জয় ঘোষ। বাড়ি ফরাক্কার হাজারপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ফরাক্কার শংকরপুর মোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। অপরদিকে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর মাঠ থেকে একটি ব্যাগের মধ্যে ৮টি তাজা সকেট বোমা উদ্ধার করে। জানা যায় ওই মাঠে কৃষকরা জমিতে জল দিচ্ছিলেন। সে সময় জমির মধ্যে একটি ব্যাগে হোমা পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে।
Police raided two places in Murshidabad, recovered 25 bombs and arrested one