Advertisement

Malda Crime News: মালদায় মাদক সমেত গ্রেফতার দুই, উদ্ধার ব্রাউন সুগার

শনিবার রাতে মালদার ইংরেজবাজার থানার পুলিশ মাদক সমেত দুই যুবককে গ্রেফতার করে। নাকা চেকিং চলাকালীন তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে , ধৃতদের কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার পাউডার উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম সফিকুল শেখ ও এসমাউল শেখ। দুজনের বাড়ি কালিয়াচক থানার মোজমপুরের কাবামোড় ও পিরোজপুরে। পুলিশ আরো জানিয়েছে, ধৃত দুজনকে রবিবার আদালতে তোলা হবে এবং ৭ দিনের জন্য পুলিশ হেফাজত চাওয়া হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন রাতের দিকে কালিয়াচকের মোজমপুরের ওই দুই যুবক একটি মোটরসাইকেল করে ইংরেজবাজার শহরে আসছিল। নাকা চেকিংয়ের সময় তাদের থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ওই মাদক উদ্ধার হয়।

Two were arrested in Malda's English Bazar and drugs recovered

Advertisement
POST A COMMENT