Advertisement

RG Kar Woman Doctor Death Case: 'দেখতে-শুনতে ভালো, ফাঁসিয়ে দিয়েছে', যা যা বললেন সঞ্জয়ের মা

সঞ্জয় রায়কে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সুবিচার হবে। বাংলা ডট আজতক ডট ইন-কে এ কথাই জানালেন সঞ্জয় রায়ের মা মালতী রায়। তাঁর কথায়, সঞ্জয় খুব দায়িত্ববান। ওর মতো ছেলে ঘরে ঘরে হোক। সেই সঙ্গে বৃদ্ধার দাবি, ছেলে একটাই বিয়ে করেছে, চারটে বিয়ের কথা তিনি জানেন না।

Advertisement
POST A COMMENT