Advertisement

Kolkata doctor murder: আরজি কর-কাণ্ডে অপসারিত কলকাতা পুলিশের ACP, জানিয়ে দিলেন CP বিনীত গোয়েল

মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ করছেন জুনিয়র ডাক্তাররা। প্রশাসনের কাছে ৪ দফা দাবি রেখেছেন তাঁরা। সেই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। এর ফলে রোগী পরিষেবা ধাক্কা খেয়েছে। রবিবার আরজি করে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই সঙ্গে তিনি জানান, 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা। কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে। পড়ুয়াদের অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন'।

Advertisement
POST A COMMENT