আরজি করের নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চেয়ে বুধবার আরও একবার রাত দখলের কর্মসূচিতে নেমেছিল শহরবাসী। আর সেই কর্মসূচিতে অংশ নিতে গিয়েই হেনস্থা হতে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। শ্যামবাজারের কর্মসূচিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। গাড়ি থেকে নামতেই শোনা যায় ‘গো ব্যাক… গো ব্যাক’। তারপরও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তাঁর দেহরক্ষীরা। সংবাদমাধ্যমে ঋতুপর্ণা জানান, একজন সাধারণ মানুষ হিসেবে আন্দোলনে যোগ দিতে এসেছেন তিনি। কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে, তা স্পষ্ট নয়।