Advertisement

Gold Shop Dacoity: ফের সোনার দোকানে ডাকাতি, হুগলির চণ্ডিতলায় মালিককে ফাঁকি দিয়ে গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি

রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি। ব্যারাকপুর, ডোমজুড়ের পর এবার হুগলির চণ্ডীতলায় ডাকাতি। এদিন দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে। দোকান এক প্রকার ফাঁকাই ছিল সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা।একজন দোকানে থাকা মালিককে একটার পর একটা গহনা দেখাতে বলে। অপর জন দোকানের গেটের সামনেই বসে থাকে। দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন,আংটি সহ একাধিক সোনার গয়না পকেটে ভোরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক। দুজনেই হিন্দিভাষী অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলেই দাবি দোকান মালিকের। দুই দুষ্কৃতির কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।

Advertisement
POST A COMMENT