Advertisement

Ghatal: ডাকাতির প্ল্যান বানচাল, ঘাটাল পুলিশের হাতে আটক ভিনরাজ্যের ১৩ দুষ্কৃতি, উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ

বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে আলুই গ্রাম, সেই গ্রাম থেকেই অস্ত্রসহ গ্রেপ্তার ভিন রাজ্যের কয়েকজন দুষ্কৃতি। ঘাটাল পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতি, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলুই গ্রামে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে ১৩ জন যুবককে আটক করেছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে ওই সকল যুবকদের বাড়ি ঝাড়খন্ড, বিহার এলাকার। ওই ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। আলুই গ্রামের বাড়ি মালিককে প্রথমে আটক করার পরেই,একটি ঘরে ঘাঁটি গেড়ে থাকা আরও প্রায় ১১ জনকে আটক করা হয়। কি উদ্দেশ্য ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাঁটি গেড়েছিল দুস্কৃতিরা তা এখনও স্পষ্ট নই।

Advertisement
POST A COMMENT