Advertisement

প্রেমিকাকে খুন করে দেহ 35 টুকরো করাই নয়, শ্রদ্ধার হাড় মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছিল আফতাব! Shraddha murder case | Delhi Crime | Aaj Tak

শুধু প্রেমিকাকে খুন করে দেহ 35 টুকরো করাই নয়। দিল্লির শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব পুনাওয়ালার নৃশংসতা আরও অনেক ভয়ংকর এবং নির্মম। দিল্লি পুলিশ আফতাবের বিরুদ্ধে 6 হাজার 600 পাতার চার্জশিট পেশ করেছে। আর তাতেই আফতাবের একের পর এক নির্মমতার ছবি প্রকাশ্যে আসছে। দিল্লি পুলিশের চার্জশিটে দাবি করা হয়েছে, আফতাব প্রেমিকাকে খুন করে 35 টুকরোই শুধু করেনি। প্রমাণ লোপাট করতে তাঁর হাড়গোড় মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে গুঁড়ো করেছিল। দিল্লি পুলিশের চার্জশিট বলছে, আঠারোই মে শ্রদ্ধাকে খুনের আগে কেনাকাটা এবং খরচ নিয়ে শ্রদ্ধার সঙ্গে হাতাহাতি হয়েছিল আফতাবের। তার পরই রাগের বশে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে সে। খুনের পর প্রমাণ লোপাটের জন্য একাধিক পরিকল্পনা করে সে। খুন করার পর শ্রদ্ধার দেহ লোপাটের জন্য প্লাস্টিক ব্যাগ কিনে আনার চিন্তাভাবনা করেছিল আফতাব। কিন্তু সহজে ধরা পড়ার ভয়ে সেপথে হাঁটেনি সে। ঠান্ডা মাথায় ভাবার জন্য সে নাকি চিকেন রোল অর্ডার করে সে। পুলিশ সূত্রে খবর, এরপরই আরও নৃশংস পথ বেছে নেয় সে। শ্রদ্ধার মাথা কেটে ফেলার পর ঘরে ৩ মাস ধরে রেখে দেয় অভিযুক্ত আফতাব। তার পর সেই মাথা ফেলে দিয়ে আসে। আর শ্রদ্ধার দেহ টুকরো করে কাটার সিদ্ধান্ত নেয় তাঁর প্রেমিক। একটি করাত, হাতুড়ি এবং ৩টি ছুরি কিনে এনেছিল। শেষপর্যন্ত অবশ্য সে হাড়গোড় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করার সিদ্ধান্ত নেয় সে। এই সব হাড়হিম করা তথ্য এখন প্রকাশ্যে আসছে।

Shraddha murder case: Aaftab used grinder to crush bones

Advertisement