Advertisement

Aftab-Shraddha Murder Case Update: শ্রদ্ধার দেহ ফ্রিজে, ঘরে নতুন গার্লফ্রেন্ড; আফতাবের কী শাস্তি হবে ?

লিভ ইন পার্টনার শ্রদ্ধাকে খুন ও তার দেহ টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে। পুলিশকে সে কোট আনকোটে বলেছে, YES I KILLED HER। অর্থাৎ আমিই ওকে খুন করেছি। এতো গেল পুলিশের দাবি। অর্থাৎ আফতাব এই দাবি করেছে বলে জানাচ্ছে পুলিশ। কিন্তু, এখন পুলিশের কাজ আফতাব যে দাবি করছে, সেগুলোকে এস্টাবিলশড করার জন্য প্রমাণ জোগাড় করা। বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমার দৌলতে ক্রাইম মুভি আমরা দেখি। পুলিশের কর্মকাণ্ড, কীভাবে কেস সলভ করে ইত্যাদি সেখানে দেখানো হয়। সেগুলো স্ক্রিপটেড। কিন্তু, সিনেমা ও বাস্তবের ফারাক তো আকাশ পাতাল। এই কেসের ক্ষেত্রে সেকথা খাটছে। কারণ প্রমাণ। আফতাবই যে খুন করেছে সেটা পুলিশকে কোর্টে প্রমাণ করতে হবে। আর এটাই পুলিশের কাছে চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ, কী কী প্রমাণ জোগাড় করতে হবে পুলিশকে, কী কী প্রমাণ এখনও পর্যন্ত পেয়েছে, এই প্রমাণ না পেলে কী হবে?

aftab shraddha murder case update news.

Advertisement
POST A COMMENT