বহুমূল্য সাপের বিষ উদ্ধার হল শিলিগুড়িতে। এক কোটি, দুই কোটি নয়, বাজেয়াপ্ত সাপের বিষের বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি চোপড়ার বাসিন্দা। আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন বলে অনুমান তদন্তকারীদের। বন দফতরের হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে আনা হচ্ছিল ওই সাপের বিষ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমনই জানতে পেরেছে বন দফতর। বন দফতরের দাবি, এই চক্রে স্থানীয় চিকিৎসক ছাড়াও আরও কয়েক জন জড়িত থাকতে পারে বলে সন্দেহ।
Snake Venom Recovered From Siliguri