scorecardresearch
 
Advertisement

Leopard Skin Smuggling: চিতা বাঘ মেরে মাংস খেয়ে চামড়া ও নখ পাচারের চেষ্টা, বনদফতরের জালে ৩

Leopard Skin Smuggling: চিতা বাঘ মেরে মাংস খেয়ে চামড়া ও নখ পাচারের চেষ্টা, বনদফতরের জালে ৩

চিতাবাঘের চামড়া ও নখ পাচার করতে গিয়ে এসএসবি এবং ঘোষপুকুর বনদফতরের জালে তিন যুবক। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে একটি বাইক আটক করে এসএসবি এবং ঘোষপুকুর বনদফতর। তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই ব্যাক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া এবং নখ উদ্ধার হয়। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও একজনের নাম। তাকেও এদিন গ্রেফতার করা হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই চিতাবাঘটি শিকার করে তারা। তারপর তারা বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চামড়া ও নখগুলি গোপনে নেপালে বিক্রির চেষ্টা করে। এদিন ধৃত তিন জনকে ফাঁসিদেওয়া পুলিশের হাত তুলে দেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে।

Three Youths Arrested for Smuggling Leopard Skin and Claws

Advertisement