Advertisement

VIDEO: নদিয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

রাস্তায় গরু বাঁধাকে কেন্দ্র করে বচসার জেরে তৃণমূল কর্মীকে পাখি মারা বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি তেঘরী দক্ষিণ পাড়া এলাকায়। সূত্রের খবর আজ সকালে স্থানীয় রাস্তায় গরু গাধা কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। বচসার জেরে শুরু হয় হাতাহাতি লাঠিসোটা নিয়ে মারধর শুরুর পর মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে বেথুয়া ডহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় মিঠুন মল্লিক নামে এক যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Advertisement