Advertisement

Nadia Toto Driver Stabbed: টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে গলায় ধারাল অস্ত্রের কোপ

টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে গলায় ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের। গুরুতর জখম অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি নিতিশ দাস নামে ওই টোটো চালক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বসদ্রোপ চাঁদরায়। জানা গিয়েছে, বাসদ্রোপ যাবে বলে এক দুষ্কৃতী ওই টোটোয় ওঠে। তারপর চাঁদরা এলাকায় অন্ধকার একটি জায়গায় টোটোটিকে দাঁড় করিয়ে ধারালো অস্ত্র বের করে টোটো চালককে হুমকি দিয়ে, টোটো ছিনতাইয়ের চেষ্টা করে ওই দুষ্কৃতি। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে টোটো চালককে। হোটেল স্থানীয় বাসিন্দারা ওই টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে অবস্থা স্থিতিশীল।

Advertisement
POST A COMMENT