scorecardresearch
 
 

VIDEO: মুর্শিদাবাদে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! ধৃত দুই অ্যাম্বুলেন্স চালক

এক নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ দুই আম্বুলেন্স চালকের। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানা টাউনশিপ এলাকায় পরিবার সূত্রের খবর, মেয়েটি গত 25 দিন তার নিজের বাড়ি মালদা জেলার ষোলো মাইল থানার চকসুদাপুর থেকে ফারাক্কা থানার জাফরগঞ্জ মামার বাড়ি ঘুরতে এসেছিল। রাজ্য সরকারের করোনা বিধি নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে মেয়েটি তার নিজের বাড়ি ফিরে যেতে পারেনি। থেকে যেতে হয়েছিল মামার বাড়িতেই। কিন্তু গত বৃহস্পতিবার মেয়েটির মা মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। মেয়েটি মামার বাড়ি থেকে ফিরে যেতে না চাওয়ায় মায়ের সঙ্গে বচসা হয় মেয়েটির। যার ফলে মেয়েটি গত বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। শুক্রবার সকাল নাগাদ টাউনশিপ সংলগ্ন এলাকায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফারাক্কা থানায় খবর দেয়। ফরাক্কা থানার পুলিশ পরবর্তীকালে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। মেয়েটি জানায়, বৃহস্পতিবার বিকেল নাগাদ মেয়েটিকে দুই অ্যাম্বুলান্স চালক ও মুখে রুমাল দিয়ে নিয়ে যায় একটি ঘরের মধ্যে। সেখানে তাকে ধর্ষণ করে দুই অ্যাম্বুলেন্স চালক। পরবর্তীকালে পরিবারের লোকজন ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করে। এবং ফরাক্কা থানার পুলিশ মেয়েটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে ফারাক্কা থানার পুলিশ দুই অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক করিন সেখ ও সাদেক সেখকে আটক করে।