যত কাণ্ড দিল্লিতে। রাতের অন্ধকারে এক মহিলাকে দেখা গেল একটি মোটরবাইক থেকে পেট্রোল বের করল। তারপর সেই পেট্রোল বাইকটিতে ঢেলে আগুন জ্বালিয়ে দিল। এরপর পাশে রাখা আরও একটি বাইকও একই কায়দায় আগুন লাগাতে যাচ্ছিল। স্থানীয়রা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে দিল্লির জৈতপুরে।
Woman Sets Bike on Fire After Taking Out Petrol at Jaitpur, Delhi