scorecardresearch
 
Advertisement
দেশ

Abhishek Banerjee Tripura: 'সারাদিন থানায় বসে থাকব', পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 1/7

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে উত্তেজনা। রবিবার ভোরে  তৃণমূলের একাধিক নেতা-কর্মীকে জামিন যোগ্য ও অযোগ্য ধারায় গ্রেফতার করেছে খোয়াই থানার পুলিশ। ত্রিপুরার সেই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 2/7

তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। থানায় পৌঁছে তৃণমূল নেতারা ধৃতদের মুক্তি দেওয়ার দাবি জানান। তাঁরা প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে তাঁদের নেতাদের? অবিলম্বে ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা প্রত্যাহার করার দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষরা। 

ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 3/7

একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় খোয়াই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন থানার সেই পুলিশ আধিকারিককে। বলেন, ধৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি থানাতেই বসে থাকবেন। কেন তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে? সেই প্রশ্নও তোলেন তিনি। 

Advertisement
ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 4/7

পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ ও দোলা সেনও। তাঁরা দাবি করেন, ধৃতদের আদালতে তুলতে হবে, অথবা জামিন মঞ্জুর করতে হবে। কিন্তু, পুলিশ আধিকারিক তাঁদের কথায় কর্ণপাত করেননি। 

ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 5/7

কুণাল ঘোষের অভিযোগ, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের নেতাদের গ্রেফতার করেছে। বিজেপির কথায় কাজ করছে পুলিশ। রাতভর তাদের থানায় বসিয়ে রাখা হয়।  নিরাপত্তা দেওয়ার নামে থানায় বসিয়ে রাখার পর রবিবার সকালে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। কুণালের কথায়, 'আমাদের কর্মীদের মাথা ফেটেছে। অথচ তাদেরই গ্রেফতার করা হয়েছে। এসব অন্যায় আমরা মানব না।' 

ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 6/7

কুণাল ঘোষের আরও দাবি, তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে এসব কর্মকাণ্ড করছে গেরুয়া শিবির। তারা ভয় পেয়েছে। এই রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। তৃণমূল কংগ্রেসকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। কয়েকদিন আগে অভিষেকের উপর হামলা হয়েছিল। সেই সময় পুলিশ কেন অভিযুক্তদের গ্রেফতার করল না। 

ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • 7/7

এদিকে এই ঘটনা নিয়ে ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। 
 

Advertisement