এ যেন প্রতি বছরের দুর্ভোগ। বর্ষা এলেই অসম প্রমাদ গুনতে শুরু করে। এবারও সেই বিভীষিকা ফিরল ২০২২ সালেও। প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে অসমের একটি বিস্তীর্ণ এলাকা। রাজ্যের ২০টি জেলার ২ লক্ষের বেশি মানুষ এই মুহূর্তে বন্যা কবলিত। -- সব ছবি সৌজন্য: PTI
কয়েক মিনিটের মধ্যে চারপাশ জলের তলায়। চারদিকটা ঘোলা। অঝোরে বৃষ্টি। আস্ত ট্রেনকে খেলনার মতো ভাসিয়ে নিয়ে গিয়েছে।
সরকারি সূত্রের খবর, ১ লক্ষ ৯৭ হাজার ২৪৮ জন বন্যার কবলে রয়েছে অসমে। সবচেয়ে খারাপ অবস্থা কাচার ও হোজাই জেলার।
এরই মধ্যে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ৩ দিন অসমে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে টানা। ফলে অবস্থার আরও অবনতি হবে।
রাজ্য সরকার জানিয়েছে, ডিমা হাসাও জেলা ধসের জেরে পুরোপুরি বিচ্ছিন্ন। গত ২৪ ঘণ্টায় গোটা জেলার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বন্যার জেরে পুরো জেলায় বিদ্যুত্ নেই।
এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল-- সবাইকে উদ্ধারকাজে নামানো হয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ সহ নানা সাহায্যের জন্য জরুরি পরিষেবায় সবার ছুটি বাতিল করা হয়েছে।
দুটি ট্রেন থেকে ভারতীয় বায়ুসেনা ২৮০০ জন যাত্রীকে উদ্ধার করেছে। লাইন জলের তলায় থাকায় যাত্রী বোঝাই ট্রেনগুলি মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে ছিল।