এই সময় কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
কংগ্রেস অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের ট্যুইটার) এই তথ্য দিয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলিঙ্গন করেন। সেই সঙ্গে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকেও জড়িয়ে ধরেন তিনি।
CPP Chairperson Smt. Sonia Gandhi ji, former Congress President Shri Rahul Gandhi, and General Secretary Smt. Priyanka Gandhi Vadra ji called on the Prime Minister of Bangladesh Sheikh Hasina Wazed ji this afternoon in New Delhi. pic.twitter.com/gkapnua40Z
— Congress (@INCIndia) June 10, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) দিল্লি এসেছেন শেখ হাসিনা । এর পরে, তিনি রবিবার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচন্ড' এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেও ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের জন্য একটি ভোজসভারও আয়োজন করেন।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানিয়েছে বলেন, বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, দুই দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় পারস্পারিক সম্পর্কের মাত্রা আরও দৃঢ় হবে। যার মাধ্যমে উপকৃত হবে উভয় দেশের মানুষ। এছাড়া রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরই নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুই নেতা একে অপরের খোঁজ-খবর নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান নরেন্দ্র মোদী, যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের দেওয়া নৈশভোজে।