
প্রয়াগরাজে চলছে সরস্বতী বন্দনা।

প্রয়াগে বসন্তপঞ্চমীতে গঙ্গাস্নানে নেমেছেন পূর্ণার্থীদের দল।

ঠান্ডা উপেক্ষা করেই চলছে গঙ্গা স্নান।

প্রয়াগে গঙ্গাবক্ষে মা সরস্বতীর আরাধনায় সাধুসন্তদের দল।

মা সরস্বতীকে আরতি করছেন এক সাধু।

স্নানের পর গঙ্গা আরতিতে ব্যস্ত মহিলারা।

হরিদ্বারের হর কি পৌরি ঘাটে বসন্ত পঞ্চমীতে গঙ্গা স্নানের ভিড়।

মির্জাপুরের বিন্ধ্যবাসিনী মন্দিরে পুজো দেত ভিড় করেছেন বহু মানুষ।

হোলি আসতে আর বেশি দেরি নেই। বসন্ত পঞ্চমীতেই গুলালের রঙে রঙিন মথুরার বাকে বিহারী মন্দির।

মথুরায় বসন্ত পঞ্চমীতে রঙের খেলায় মাতলেন ভক্তরা।

অমৃতসরে বাগদেবীর আরাধনার প্রস্তুতি।

করোনা বিধি মেনেই পুজো হচ্ছে পূর্ব র্ধমানের কালনায়।

নিজের বাড়িতে পুজোয় ব্যস্ত শ্রীরামপুরের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

সরস্বতী পুজোয়া মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ভূমিকায় দেখা গেল দাদাকে। হাতেখড়ি দেওয়ালেন সৌরভ।