Advertisement
দেশ

Cyclone Montha: ঘূর্ণিঝড় 'মন্থা' নামের মানে কী? দঃ ২৪ পরগনায় চলছে মাইকিং, সতর্কতা পুরীর বিচেও, রইল সব ছবি

 ঘূর্ণিঝড়ের প্রমাদ গোনা শুরু
  • 1/10

শীতের প্রাক্কালে ফের ঘূর্ণিঝড়ের প্রমাদ গোনা শুরু। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হচ্ছে। যার জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে তত্‍পরতা শুরু।
 

উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে
  • 2/10

IMD জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও লাগোয়া দক্ষিণ-পূর্ব অংশে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
 

কোথায় অবস্থান ঘূর্ণিঝড় মন্থার?
  • 3/10

আজ অর্থাত্‍ ২৭ অক্টোবর ভোর ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ ১২.২° উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৫.৩° পূর্বে। সেটি তখন চেন্নাই থেকে প্রায় ৫৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে, এবং পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৮১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল।
 

Advertisement
আগামী ১২ ঘণ্টায় সাইক্লোন মন্থার গতিবিধি
  • 4/10

IMD সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ১২ ঘণ্টায় সাইক্লোন মন্থা বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিমের দিকে সরবে এবং আরও শক্তি বাড়াবে। 
 

 পশ্চিমবঙ্গের উপকূলেও দুর্যোগের সম্ভাবনা
  • 5/10

এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে কলিঙ্গপটনম ও কাকিনাড়ার মাঝামাঝি উপকূলে। ২৮ অক্টোবর সন্ধ্যায় বা রাতের দিকে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলেও দুর্যোগের সম্ভাবনা প্রবল। 
 

এই নামটি থাইল্যাডের দেওয়া
  • 6/10

সাইক্লোনটির নাম মন্থা কেন? কে দিল এই নাম? এই নামটি থাইল্যাডের দেওয়া। থাই ভাষায় মন্থা শব্দের অর্থ সুগন্ধী ফুল। বস্তুত, ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। 
 

ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার নিয়ম
  • 7/10

ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে যে স দেশ নামকরণ করে, তাদের স্পষ্ট নির্দেশ রয়েছে, এমন কোনও নাম দেওয়া যাবে না, যাতে কোনও ধর্ম, জাতি, সংস্কৃতি বা সম্প্রদায়কে আঘাত করে।
 

Advertisement
আট শব্দের বেশি বড় নাম দেওয়া যায় না
  • 8/10

আট শব্দের বেশি বড় নাম দেওয়া যায় না। এবং অন্যান্য দেশেও উচ্চারণে যাতে সহজ হয়, সেই ভাবেই নামকরণ করতে হয়। একবার যে নাম ব্যবহার করা হবে, পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সেই নামের পুনরাবৃত্তি হবে না। 
 

 ২৮ থেকে ৩১ অক্টোবর ভারী বৃষ্টির আশঙ্কা
  • 9/10

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাত্‍ সোমবার থেকেই দক্ষিণ ২৪ পরগনায় উপকূলীয় এলাকায় ও সমুদ্রের ধারে মাইকে সতর্ক করছে প্রশাসন। ২৮ থেকে ৩১ অক্টোবর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
 

মত্‍স্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ
  • 10/10

তত্‍পর ওড়িশাও। পুরীর সমুদ্র সৈকতে মাইকে চলছে সতর্কতা। লাইফগার্ডরা পর্যটকদের বারবার সতর্ক করছেন, যাতে কেউ গভীর সমুদ্র পর্যন্ত না চলে যায়। মত্‍স্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। 
 

Advertisement