
দূরপাল্লার বাসে দাউ দাউ করে আগুন। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায় পুড়ে ছাই গোটা বাস। আর এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

শুক্রবার ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়া একটি বাসে আগুন ধরে। বাসটি ছিল কাবেরী ট্রাভেলসের।

এই এসি বাসে খুব ভয়াবহ আগুন ধরে। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসে দাউদাউ আগুন লেগে যায়।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। তবে আগুনে পুড়ে অন্তত ২০ জনের গিয়েছে প্রাণ। পাশাপাশি জখম অনেকে।

ঘটনার পরই সেখানে খুব দ্রুত পৌঁছে যায় দমকল। তারা আগুন নেভানোর চেষ্টা করে।

যতদূর খবর, সবার প্রথমে একটি দু'চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। সেখান থেকেই আগুন লেগে যায়। তারপর দাউ দাউ করে বাস জ্বলতে থাকে।

এই ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে পাশে থাকার আশ্বাসও দেওয়া হচ্ছে।

অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে মৃতদের জন্য ২ লক্ষ টাকা এবং ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

একই সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। তাঁরাও মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং জখমদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।