scorecardresearch
 
Advertisement
দেশ

একলাফে ২৬৪ টাকা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম! কলকাতায় কত?

বাড়ল
  • 1/10

দীপাবলির আগেই ভর্তুকিহীন বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একলাফে বাড়ল ২৬৪ টাকা। তবে গৃহস্থালির ব্যবহারের জন্য ১৪.২  কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি। (সব ছবি প্রতীকী)
 

শুরুতে
  • 2/10

অক্টোবরের শুরুতে দিল্লিতে ১৯.২ কেজি বণিজ্যিক গ্যাসের দাম  ছিল  ১৭৩৬.৫০ টাকা। এখন সেই দাম বেড়ে হয়েছে ২০০০.৫০ টাকা।

কলকাতায়
  • 3/10

কলকাতায় বর্তমানে  ১৯.২ কেজি বণিজ্যিক গ্যাসের দাম ২০৭৩.৫০ টাকা। 
 

Advertisement
মুম্বইতে
  • 4/10

মুম্বইতে ১৯.২ কেজি বণিজ্যিক গ্যাসের দাম ১৯৫০ টাকা হয়েছে। 

খাবারের
  • 5/10

আশঙ্কা করা হচ্ছে, এর জেরে ঘুরপথে দাম বাড়তে পারে রেস্টুরেন্টের খাবারের। 
 

বিপাকে
  • 6/10

এমনিতে সর্ষের তেল থেকে শুরু করে সবজির দাম বেড়েছে। ফলে বিপাকে রয়েছে সাধারণ মানুষ। 

থেকেই
  • 7/10

তবে রান্নার গ্যাসের দাম এখনও বাড়েনি। তবে সেই দাম যে বাড়তে পারে আশঙ্কা এখন থেকেই করা শুরু হয়েছে। 

Advertisement
এলপিজি
  • 8/10

এর আগে গত ৬ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়েছিল। এরপর ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়।

সরকার
  • 9/10

জুলাই থেকে এর দাম বেড়েছে ৯০ টাকা। ভর্তুকিতে, সরকার বছরে একটি পরিবারকে মাত্র ১২ টি সিলিন্ডার দেয়।

বাড়ছে
  • 10/10

তবে শুধু গ্যাস নয়, সেই সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলেরও। যা ঘিরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। 

Advertisement