দীপাবলির আগেই ভর্তুকিহীন বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একলাফে বাড়ল ২৬৪ টাকা। তবে গৃহস্থালির ব্যবহারের জন্য ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি। (সব ছবি প্রতীকী)
অক্টোবরের শুরুতে দিল্লিতে ১৯.২ কেজি বণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৭৩৬.৫০ টাকা। এখন সেই দাম বেড়ে হয়েছে ২০০০.৫০ টাকা।
তবে রান্নার গ্যাসের দাম এখনও বাড়েনি। তবে সেই দাম যে বাড়তে পারে আশঙ্কা এখন থেকেই করা শুরু হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়েছিল। এরপর ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়।
জুলাই থেকে এর দাম বেড়েছে ৯০ টাকা। ভর্তুকিতে, সরকার বছরে একটি পরিবারকে মাত্র ১২ টি সিলিন্ডার দেয়।