দেশে এখন Corona-র দ্বিতীয় ঢেউ চলছে। যা অনেকটাই নিয়ন্ত্রণে। তবে যে কোনও দিন গোদের উপর বিষফোঁড়ার মতো হাজির হতে পারে তৃতীয় ঢেউ। যা নিয়ে চিন্তিত মহামারি বিশেষজ্ঞরা।
তবে এরই মধ্যে আশার কথা শোনালেন IIT কানপুরের মণীন্দ্র আগরওয়াল। তাঁর মতে, দেশে যদি করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট না এসে থাকে, তাহলে তৃতীয় ঢেউও আসবে না।
মণীন্দ্র আগরওয়াল বলেন,'দেশে যদি করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট না এসে থাকে তাহলে সেটা সুখবর। কারণ, নতুন ভ্যারিয়েন্ট না এলে আসবে না তৃতীয় ঢেউও। দেশের বেশিরভাগ জায়গায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। কেরলের অবস্থা শুধু ভালো নয়। তবে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে দেশ কোরনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে।'
ওই বিশেষজ্ঞের মতে, Covid নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশকে মডেল হিসেবে নেওয়া যেতে পারে। তাঁর মতে, সেই রাজ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষের করোনার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে।
সেজন্য উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, কেরলে এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলেও ফের সংক্রমণ মাথাচাড়া দিয়েছে, তার কারণ, সেখানকার মানুষের মধ্যে করোনার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে ওঠেনি।
দেশে কেন করোনা নিয়ন্ত্রণে এল? এই বিষয়ে মণীন্দ্র আগরওয়াল জানান, দেশজুড়ে ভ্যাকসিনেশনের সুফল পাওয়া গিয়েছে। কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের প্রশংসাও করেন তিনি। বলেন, এই দুটো ভ্যাকসিন প্রস্তুত না করা হলে সংক্রমণ আটকানো যেত না।