scorecardresearch
 
Advertisement
দেশ

India Corona: ৮১ দিন পর ৬০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, সুস্থতা ৯৬ শতাংশ

india corona
  • 1/9

গত ছয় দিন ধরে দেশে দৈনিক আক্রান্ত ৭০ হাজারের নীচে। শনিবার দৈনিক সংক্রমণ ছিল ৬০ হাজারের ঘরে। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার। এবার ৬০ হাজারের নীচে নামল সংক্রমণ। 

india corona
  • 2/9

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮,৪১৯ জন। গত ৮১ দিনে এই প্রথম ৬০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। বর্তমানে দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬,২৭ শতাংশ।

india corona
  • 3/9

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা জয়ীর সংখ্যা ৮৭,৬১৯। ফলে এখনও পর্যন্ত ভারতে করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। দেশে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন।

Advertisement
india corona
  • 4/9

 গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৫৭৬ জনের। ফলে দেশে মারণ ভাইরাসের বলি এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন।
 

india corona
  • 5/9


 দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৩০ হাজার ৭৭৬ জন।

india corona
  • 6/9

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাপ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ১১ হাজার ৪৪৬। আর দেশে মোট করোনার নুমনা পরীক্ষা এখনও পর্যন্ত হয়েছে ৩৯ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৮৩ জন। 
 

india corona
  • 7/9

এদিকে টিকাকরণ হয়েছে এখনও পর্যন্ত ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জনের। 

Advertisement
india corona
  • 8/9

তবে দৈনিক আক্রান্ত কমলেও এখনও দেশের ৫ রাজ্য চিন্তায় রেখেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৪৩ জন। এখন করোনা সংক্রমণে ভারতে একনম্বরে রয়েছে কেরল। এরমপরেই রয়েছে মারাঠা রাজ্য। মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্ত ৮ লক্ষ ৯১২ জন। তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে দৈনিক আক্রান্ত ৮,১৮৩ জন। কর্ণাটকে দৈনিক আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ৫,৮১৫ জন। অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ৫,৬৭৪ জন। 
 

india corona
  • 9/9

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের ৭০.২৩ শতাংশই ওপরের ৫ রাজ্যের। এরমধ্যে কেবল কেরলেই মোট আক্রান্তের ২১.৩ শতাংশ রয়েছে। 
 

Advertisement