বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল ভূমিকম্প অনুভব হয়। কম্পনের উৎস প্রতিবেশী রাজ্য অসম। কম্পনের কেন্দ্রস্থল অসমের সোনিতপুর।
কম্পনের কেন্দ্রস্থলটি গুয়াহাটি থেকে ৯৬ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎত্তিস্থল ছিল বলে খবর মিলেছে।
ভূমিকম্পটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল বলে জানা গিয়েছে। যাতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। অসমে পরপর ৩টি ভূমিকম্প ঘটে। ভূমিকম্পের হাত থেকে রক্ষা পায়নি গুয়াহাটির তাজ বিভান্ত হোটেলেও
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে কম্পন অনুভূত হয়। সেখানে রাস্তায় নেমে আসে মানুষ।
এদিকে শুধু এদেশে নয়, জানা গিয়েছে এই কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। সেদেশের রাজধানী ঢাকা সহ একাধিক স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে মুর্শিদাবাদেও। বিহারের একাংশেও এই কম্পনের রেশ পৌঁছেছে বলে জানা গিয়েছে।